রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটিতে অভিনয় করেবন শিপন মিত্র, তানভীন তনু ও নবাগতা সুবহা।
শনিবার বিএফডিসির ক্যান্টিন চত্বরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু।
সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানালেন নির্মাতা। একইসঙ্গে এই সিনেমার গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকারের ভূমিকায়ও রয়েছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
বিডি প্রতিদিন/ফারজানা