'মেহেরজান’ ও ‘আন্ডার কনস্ট্রাকশন’ পর 'মেইড ইন বাংলাদেশ' নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা রুবাইয়াত হোসেন। তার এ ছবিটি সম্প্রতি ইতালির তুরিন চলচ্চিত্র উৎসবে ‘প্রিমিও ইন্টারফেদি’ পুরস্কার পেয়েছে।
‘সংখ্যালঘু ও ধর্মনিরপেক্ষতা’র প্রতি সম্মান জানিয়ে সাত বছর ধরে ‘ইন্টারফেদি’ পুরস্কার দিচ্ছে আয়োজকরা। তুরিনের ওয়ালদেনসিয়া চার্চ, ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি ও উৎসব কমিটির বিচারে দেওয়া হয় এই পুরস্কার।
বাংলাদেশের পোশাকশিল্পের এক নারীকর্মীর সংগ্রামের গল্প ‘মেড ইন বাংলাদেশ’। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, অসাধারণ পারফরম্যান্স ও পরিচালনার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। নারী পোশাককর্মীদের জীবনের বাস্তবতা ফুটে উঠেছে ছবিতে।
বিডি প্রতিদিন/ফারজানা