মিসেস গ্লোবের ২৩তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জারিন তাসনিম অন্তরা। আগামী ৮ ডিসেম্বর চীনের সেঞ্জেন শহরে অনুষ্ঠিত হবে করনেশন নাইট। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন অন্তরা।
ঝালকাঠির মেয়ে অন্তরা ফ্যাশন-মডেলিং জগতেও সবার নজর কেড়েছেন। অন্তরা বলেন, এই প্রথম দেশের বাইরে যাচ্ছি, তাও আবার লাল-সবুজ পতাকা নিয়ে। আমার সবটুকু মেধা ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমার জন্য দোয়া করবেন।
আয়োজক কোম্পানি অপূর্ব ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অপূর্ব আব্দুল লতিফ জানান, বিজয়ের মাসে অন্তরার চীন যাত্রা আমাদের এই আয়োজনকে আরও সফল ও সার্থক করবে।
বিডি প্রতিদিন/ফারজানা