‘স্ট্রিট ডান্সার থ্রি’র ট্রেলার মুক্তি পেয়েছে বুধবার। এই ছবিতে বরুণ ধওয়নের বিপরীতে প্রথমে জুটি বাঁধার কথা ছিল ক্যাটরিনা কাইফের। শ্রদ্ধা কাপুরের কাছে প্রথমে প্রস্তাব না যাওয়ায় নাকি তিনি খুবই বিমর্ষ ছিলেন।
ট্রেলার লঞ্চে বরুণ বললেন, ‘‘তখনও ক্যাটরিনা করবে বলেই ঠিক ছিল। সেই সময়ে শ্রদ্ধা বলেছিল, তোমরা আমাকে এই ছবির জন্য ভাবলে না?’’
ছবির টিমের মতে, প্রথমে চিত্রনাট্য অন্য রকম থাকায় শ্রদ্ধার কথা ভাবা হয়নি। ক্যাটরিনা ‘না’ করার পরে শ্রদ্ধার এন্ট্রি হয় ছবিতে। রেমো ডি’সুজার ডান্স ফিল্মে বরুণ-শ্রদ্ধা কাজ করেছেন আগেই। তাঁদের জুটিও হিট। আরও একবার সুযোগ পেয়ে খুশি শ্রদ্ধা। নোরা ফতেহিও রয়েছেন ছবিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ