বড়দিনে প্রকাশিত হয়েছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের নতুন গান। অসুস্থ হওয়ার আগেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তার নতুন গানের শিরোনাম ‘কাছে তুমি আছো বলে তাই’। গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী।
বড়দিন উপলক্ষে গ্রিব্স মিউজিকের ব্যানারে বুধবার বিকেলে ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে। এই গানটিতে এন্ড্রু কিশোরের সহশিল্পী সুমাইয়া। গানটির ভিডিও নির্মাণ করেছেন অনুরাগ পতি।
এর আগে গত ২২ নভেম্বর এন্ড্রু কিশোরের গাওয়া একটি বড় দিনের গান প্রকাশিত হয়। গানটির নাম ‘বেৎলেহেমে গোয়াল ঘরে’। গানটি লিখেছেন ও সুর করেছেন লিটন অধিকারী। অনলি খ্রিস্ট সংগীত নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।
বিডি প্রতিদিন/ফারজানা