মাত্র ৩৭ বছর বয়সে চলে গেলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেতা কুশল পাঞ্জাবি। শুক্রবার সকালে মুম্বাইয়ের পালি হিল এলাকায় নিজের বাসা থেকে উদ্ধার হয় কুশলের ঝুলন্ত লাশ। লাশের পাস থেকেই উদ্ধার করা হয়েছে দেড় পাতার সুইসাইড নোটও।
এরপরই পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত আত্মহত্যা করেছেন অভিনেতা। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। 'ইশক মে মামরযাও'-মেগা সিরয়াল দিয়ে অভিনয় জীবন শুরু কুশলের। এরপর 'হাম তুম' ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। 'সালাম-এ-ইশক', 'লক্ষ্য'-এর মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন কুশল। অংশ নিয়েছেন 'ফিয়ার ফ্যাক্টর', 'ঝলক দিখলা যা'-এর মতো প্রথম সারির রিয়েলিটি শো'তেও।
সুইসাইড নোটে কুশল লিখেছেন, তার সম্পত্তির শতকরা ৫০ ভাগ যেনো তার বাবা-মা ও বোনেদের মধ্যে বিতরণ করা হয়, বাকি ৫০ শতাংশ দেওয়া হয় তার তিন বছর বয়সী সন্তান কিয়ানকে।
কুশলের মৃত্যুসংবাদ সোশ্যাল মিডিয়ায় সর্বপ্রথম জানান ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা করণ বীর ভোরা। এরপরই শোকের ছায়া নেমে এসেছে ছোটপর্দায়। কুশলের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন করণ প্যাটেল, শ্বেতা তেওয়ারি, জে ভানুশালি এবং বাবা সায়গলের মতো টিভি তারকারাও।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ