বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় 'করোনাভাইরাস'। এবারের অতিথি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক এ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সকাল ১১টা ৫মিনিটে সরাসরি সম্প্রচারিত হয়।
ইতোমধ্যে নিউজ টোয়েন্টিফোরের ঘণ্টাবাপী সাপ্তাহিক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনটি ভাগে সজ্জিত থাকে অনুষ্ঠানটি। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।
চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাসে এ পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং এতে আক্রান্ত হয়েছে ৬০০০। যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স ও কানাডা পর্যন্ত ছড়িয়েছে এ ভাইরাস। এবারের স্বাস্থ্য সংলাপে করোনাভাইরাস বিস্তারিত আলোচনা করা হবে। একইসঙ্গে করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসার ওপর আলোকপাত করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা