মুক্তি পেল হিনা খানের নতুন সিনেমা হ্যাকড-এর গান 'তু যো মিলি'। জিত গঙ্গোপাধ্যায়ের সুরে 'তু যো মিলি' শোনা যাচ্ছে ইয়াসির দেশাইয়ের গলায়। এতে বেশ আবেদনময়ীরূপে হাজির হয়েছেন হিনা।
পরিচালক বিক্রম ভাটের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। পাশাপাশি তিনি এই সিনেমায় একেবারে অন্যরকম লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
একজন স্টকার কীভাবে হিনার জীবন শেষ করে দিতে পারেন, তা স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে হিনা খানের এই সিনেমা। বলিউডে পা রেখে হিনা খান কি এবার প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নেবেন, তা অবশ্য সময়ই বলবে।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক বেরিয়ে বিগ বসের ঘরে হাজির হন হিনা খান। সালমান খানের রিয়েলিটি শো থেকে জনপ্রিয়তার দৌলতে এরপর বিক্রম ভাটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান হিনা। বিক্রম ভাটের সিনেমার আগে অরিজিত সিংয়ের অ্যালবামেও দেখা গেছে হিনাকে।
বিডি প্রতিদিন/ফারজানা