মাসুদ রানা চরিত্রে রূপদানকারী রাসেল রানাকে অভিনয় ও নাচ শিখতে ভারতে পাঠানো হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক সংস্থা এক ফেসবুক বিষয় এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার ফেসবুকে দেয়া জাজের পোস্টটি হুবুহু তুলে ধরা হল:
অনেকেই জানতে চাচ্ছে মাসুদ রানার আপডেট । মাসুদ রানা সিনেমা হচ্ছে। এই বছর আমরা ২টা মাসুদ রানা করছি। একটা প্রোডাকশন হবে বাংলাদেশে “কে হবে মাসুদ রানা” এর চ্যাম্পিয়ন রাসেল রানাকে নিয়ে। থেকে আরেকটা হবে হলিউড থেকে।
যেটা হলিউড থেকে হবে - সেটার সব কিছু লক আছে। কিন্তু হলিউড প্রযোজকের অনুমতি ছাড়া আমরা এককভাবে কোন কিছু শেয়ার করতে পারবো না। আশা করছি খুব শীঘ্রই ভালো খবর পাবেন। তবে এটা নিশ্চিত করছি, আমারা মাসুদ রানা বাংলাদেশ থেকে করছি আরেকটি।
“Men's Fair & Lovely” কে হবে মাসুদ রানা প্রতিযোগিতা করেছিল। যেখানে ঘোষণা করা হয়েছিল, যে চ্যাম্পিয়ন হবে, সে হবে জাজের মাসুদ রানা সিনেমার মাসুদ রানা। হাজার হাজার তরুণ আবেদন করেছিলো - কাজী আনোয়ার হোসেন স্যার এর অনবদ্য সৃষ্ট চরিত্র মাসুদ রানা হতে, জাজের মাসুদ রানা হতে।
কে হবে মাসুদ রানা প্রতিযোগিতার আয়োজকদের সাথে জাজের দূরত্ব বাড়ে, যারা প্রতিযোগী ছিলেন তাদের সাথে আমাদের দূরত্ব কখনোই ছিলো না।
আপনাদের আরও জানাচ্ছি যে শুধু রাসেল রানাকেই জাজ নিচ্ছি না, টপ টেন থেকে কয়েকজনকে জাজ বিভিন্ন সিনেমা সুযোগ দিচ্ছে বিভিন্ন চরিত্রে।
এপ্রিলে শুটিং শুরু হবে মাসুদ রানার। সিনেমাটি পরিচালনা করবে সৈকত নাসির।
কেউ যদি ইন্টারভিউ করার জন্য রাসেল রানাকে খুঁজেন, তাহলে তাকে what’s app এ ফোন দিবেন। জাজ তাকে অভিনয় ও নাচের উচ্চতর প্রশিক্ষণ নিতে ভারতে পাঠিয়েছে। বর্তমানে রাসেল রানা ভারতে অবস্থান করছেন।
এই সিনেমাতে আমরা মাসুদ রানার নায়িকা হিসাবে সোহানাকে উপস্থাপন করবো। কে হবে সেই স্বপ্নের চরিত্রের সোহানা?
বিডি প্রতিদিন/ফারজানা