চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জন্য এক রাতে তৈরি একটি গানে কণ্ঠ দিলেন সামিনা চৌধুরী ও বেলাল খান। এক রাতেই গান লিখলেন এ মিজান, সে গানে কণ্ঠ দেন সামিনা-বেলাল।
গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানের শিরোনাম ‘আমি তোমার কই’। হবিগঞ্জের দ্যা প্যালেসে বৃহস্পতিবার সন্ধ্যায় বসবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৪তম আসর। এ উপলক্ষে দেশের সংগীতের সকল শাখার শিল্পীরা ফের একই মঞ্চে এক হতে যাচ্ছেন।
এ আয়োজনের বিভিন্ন শিল্পীরা আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু ও সুবীর ন্দীর গান পরিবেশন করবেন। এর ফাঁকে বিশেষ চমক হিসেবে মৌলিক এই গানটি পরিবেশন করবেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও বেলাল খান। গানটির শিরোনাম ‘আমি তোমার কই’। সামিনা চৌধুরীর সঙ্গে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর করেছেন বেলাল খান নিজেই।
গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, হঠাৎ করেই এ গানটির পরিকল্পনা করা। গানটি এক রাতে তৈরি হয়েছে। ইমন চৌধুরীর স্টুডিওতে বসেই এ মিজান গানের কথা লিখেছেন, বেলাল সুর করেছেন। এরপরেই গানটির সংগীতায়োজন করা হয় এবং কণ্ঠ দেয়া। অল্প সময়ে এতো সুন্দর কথার ও সুরের গান হয়েছে, সত্যি অবাক করার মতো। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
গীতিকার এ মিজান বলেন, সামিনা আপার মতো গুণী শিল্পীর জন্য গান লেখা বেশ দূরহ ব্যাপার। গানটির জন্য মাত্র কয়েক ঘণ্টা সময় ছিল আমাদের হাতে। আমরা সবাই নিজেদের সবোর্চ্চ দিয়ে গানটি করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।
জানা গেছে, মূলত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজনকে ঘিরেই নতুন এ গানটি তৈরি হয়েছে। গানটি মঞ্চে পরিবেশনার পর শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনের ১৪তম আসরে আধুনিক গানে অসামান্য অবদানের জন্য সম্মাননা দেয়া হবে রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে। এছাড়াও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার প্রধান করা হবে। ক্যাটাগরিগুলো হলো-শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন