বাপ্পি চৌধুরীর সাথে 'গিভ অ্যান্ড টেক' করবেন অধরা খান। তবে বাস্তরের গিভ অ্যান্ড টেক নয়, এই শিরোনামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ দুজন। রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের এ ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। 'গিভ অ্যান্ড টেক' বাপ্পী-অধরা জুটির তৃতীয় ছবি।
অধরা জানান, ছবিতে আমাকে খুব সহজ সরল একটি মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। এই ছবির নায়ক ও পরিচালকের সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে। সব কিছু মিলে সুন্দর একটি টিম। আমার মনে হয় বাণিজ্যিক ধারার এই ছবিটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।
বাপ্পী চৌধুরী জানান, এটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা।রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। সঙ্গে অ্যাকশন তো থাকছেই। সবমিলিয়ে দর্শক একটি কমপ্লিট প্যাকেজ পাবে এ সিনেমা থেকে।
প্রযোজক ও খল-অভিনেতা শরীফ চৌধুরী 'গিভ অ্যান্ড টেক' ছবিটি প্রযোজনা করছেন। এর আগে অধরা খান অভিনীত 'নায়ক', 'মাতাল' ছবি দুটি মুক্তি পেয়েছে। তার অভিনীত 'পাগলের মতো ভালোবাসি', 'বর্ডার' ছবিগুলো এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া হাতে রয়েছে 'উন্মাদ'সহ বেশ কিছু ছবির কাজ।
বিডি প্রতিদিন/ফারজানা