ইংরেজি নববর্ষের প্রথম দিনেই একসঙ্গে দেখা যাবে তাহসান খান ও বিদ্যা সিনহা মিমকে। নাটকের নাম ‘হ্যালো বেবি’। পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ২০২১ সালের প্রথম দিনে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে নাটকটি।
এরইমধ্যে নাটকটির এক স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন মিম। এতে বর-বধূর বেশে দেখা গেছে মিম ও তাহসানকে। নাটটির বিষয়ে মিম জানান, ‘হ্যালো বেবি নাটকের গল্প দুটি কাপলকে ঘিরে। সিরিয়াস গল্প না হলেও হাস্যরসের মাধ্যমে অনেক সিরিয়াস বিষয় এতে ফুটিয়ে তোলা হয়েছে।
করোনাভাইরাস মহামারিতে দীর্ঘ ছয় মাস পর ‘হ্যালো বেবি’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন মিম। ‘হ্যালো বেবি’ নাটকে আরও দেখা যাবে ‘কাবিলা’ হিসেবে পরিচিত জিয়াউল হক পলাশ।
বিডি প্রতিদিন/ফারজানা