তাদের বন্ধুত্ব নিয়ে একসময় বিস্তর আলোচনা হতো। সৌরভ গাঙ্গুলী এবং নাগমা মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট-বলিউড নিয়ে এক অসমাপ্ত গল্প রয়ে গেছে। গতকাল শনিবার সৌরভের হঠাৎ অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন হয়েছেন এই দক্ষিণি অভিনেত্রী।
হাসপাতালে ভর্তি হওয়ার পরেই বিচলিত নাগমা টুইট করেন। টুইটে সৌরভকে ট্যাগ করে লেখেন, দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।
উল্লেখ্য, গতকাল সকালে বাড়িতেই জিম করছিলেন সৌরভ। সেই সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাজনীতিবিদ, ক্রিড়াবিদ থেকে শুরু করে শোবিজের অনেকেই ছুটে গেছেন সেখানে।
উল্লেখ্য, এক সময় এই নাগমার সঙ্গে সৌরভের নাম জড়িয়ে অনেক মুখোরোচক খবর ঘুরেছে বিনোদন দুনিয়ায়। এমনকী, দক্ষিণের এক মন্দিরে তারা বিয়ে করেছেন বলেও একসময় খবর রটে। তবে সেসব জল্পনা আর আগে বাড়েনি। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক