পরপর দুঃসংবাদ কাপুর পরিবারে। ঋষি কাপুরের পর এবার মারা গেলেন তার ভাই রাজীব কাপুর। পেশায় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন তিনি। রাজ কাপুরের কনিষ্ঠ সন্তান রাজীব কাপুর মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মঙ্গলবার রাজীব কাপুর চেম্বুরে নিজের বাড়িতে থাকাকালীনই বুকে ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইনস্টাগ্রামে প্রয়াত দেবরকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ঋষি কাপুর পত্নী নীতু কাপুর।
রাজ কাপুরের তিন সন্তানের মধ্য়ে রাজীব ছিলেন কনিষ্ঠ। গত বছরই ঋষি কাপুরের মৃত্যু হয়। তার এক বছর পার হওয়ার আগেই মারা গেলেন রাজীব। 'রাম তেরি গঙ্গা মৈলি' ছাড়াও 'আসমান', 'লাভার বয়', 'জবরদস্ত', 'হাম তো চলে পরদেশ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজিব কাপুর। ১৯৮৩ সালে 'এক জান হ্যায় হাম' ছবির সঙ্গে রুপালি সফর শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র। সর্বশেষ 'জমিনদার' (১৯৯০) ছবিতে অভিনয় করেছেন রাজিব।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ