এ টি এম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার জোহর নামাজের পর পুরান ঢাকার নারিন্দায় পীর সাহেব জামে মসজিদে তার প্রথম জানাজা হয়।
জানাজা শেষে এ অভিনেতার মরদেহ সূত্রাপুর কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়ার কথা। এরপর সেখান থেকে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
আজ সকাল ৮টায় রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
প্রখ্যাত ও শক্তিমান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ