সজল ও মৌসুমী হামিদ জুটির নাটক ‘কখনো আকাশ নীল’ আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। শাহিদা সুলতানার রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসিরউদ্দীন মাসুদ। আরও অভিনয় করেছেন- মৌমিতা মৌ, হান্নান শেলী, হারুনুর রশীদ প্রমুখ।
আত্মিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা আর অন্তদ্বন্দ্বই নাটকের মূল-উপজীব্য। রিনি, বিনতা আর তাদের বাবা-মা ও তাদের সংসার। বিনতা বড় আর রিনি ছোট। মা-বাবা বড় মেয়ের বিয়ের জন্য উদগ্রীব। কিন্তু বারবারই পাত্ররা বড় বোন নয় ছোট বোনকেই বিয়ের জন্য পছন্দ করে, ফলে বিয়ে ভেঙে যায়। এবার এক ভালো পাত্র আসে তারাও রিনিকেই পছন্দ করে। কিন্তু কিনতা এ বিয়ে ভাঙ্গার পক্ষে নয়। তার কথা যুগ অনেক এগিয়েছে এখন আর এসব নিয়ে বসে থেকে লাভ নেই।
বিনতার ভূবন আলাদা। সে একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। অফিসে তার কাজের প্রসংশা সর্বত্র। বিশেষ করে কাজের প্রতি তার আন্তরিকতার কারণেই অফিসের বস তাকে গুরুত্বের সাথে দেখেন। কিন্তু বসের রুমে প্রায়শই রিয়া নামে একটি মেয়েকে আনাগোনা করতে দেখা যায়। সবাই জানে এই রিয়া বসের বান্ধবী। তার সাথেই বসের বিয়ে হবে। এদিকে বিনতা তার ছোট বোনের বিয়েতে বসকে দাওয়াত দেয়। বসও বিয়েতে আসবেন বলে কথা দেন। চলছে রিনির বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হয়ে যায়। সবাই যে যার মতো চলে গেছে। বিয়ে বাড়ি শূন্য। এমন সময় বিনতার অফিসের বস এসে হাজির হন। এত রাতে তাকে দেখে অবাক হন বিনতার বাবা। পরিচয় পাওয়ার পর বলেন, বিনতা ছাদে আছে। ছাদে গিয়ে অন্য এক বিনতাকে খুঁজে পান অফিসের বসরূপী সজল! বিনতা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। শুরু হয় অন্য এক দ্যোতনা। কি হবে সজলের বান্ধবী রিয়ার!
বিডি প্রতিদিন/এএম