এবার এক নতুন পোশাকে পোজ দিয়েছেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। অনেকটা ‘টপলেস’ ধরনের ওই পোশাক নিয়েও ভারতে বইছে সমালোচনার ঝড়।
নীল স্কার্টের সাথে দুটো বাঁকানো শিংয়ের অদ্ভূত সাজ। যে সাজের মানেটাই বুঝতে পারছে না অনেকে। তবে কেউ বলছেন, পরির সাজেই হাজির হয়েছেন উরফি।
ফেসবুকে পোস্ট করা ভিডিওতে পোস্ট করে দুটি নীল পালকের ইমোজি দিয়েছেন উরফি। অনেকে উরফির এমন কাণ্ডে পোশাকের শালীনতা ও স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলছেন।
এর আগে মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ উরফির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ দায়ের করেছেন মডেল-তারকার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তলব করেছিল উরফিকে। থানায় গিয়ে নিজের বয়ান নথিবদ্ধ করে এসেছেন তিনি। তার পরই নতুন পোস্ট।
বিডি প্রতিদিন/নাজমুল