বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন সাবেক ডাকসু ভিপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর। স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো।
বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ হতাশা ও বিক্ষুদ্ধতার মধ্যে দিন কাটাচ্ছে। রাজনৈতিক কারনে প্রায় প্রতিদিন জীবন হানী ঘটছে, এমনি পরিস্তিতিতে ইংরেজি নববর্ষ ২০১৪ সাল শুরু হয়েছে।
একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশে বিদেশে বাংলাদেশী সকল ভাই, বোন কে জানাই নববর্ষের শুভেচ্ছা।
বঙ্গবন্ধুর অনুসারী একজন নাগরিক হিসাবে প্রশ্ন “দেশে যা ঘটছে তা কি আমাদের কাম্য ছিল? নিশ্চয়ই এই বাংলাদেশ দেখার জন্য আমরা সংগ্রাম, ও যুদ্ধ করিনি। স্বাধীনতার স্বপ্ন ছিল সুখী সম্ব্দ্ধশালী,শান্তিময় গণতান্ত্রিক বাংলাদেশ যা আজ বুলন্ঠীত ও নির্বাসিত। অবশ্যই আজ আমাদের সবাই কে সচেতন হয়ে এই দেশী, বিদেশী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাই কে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তূলতে হবে বাক্তি ও দলের চেয়ে দেশের স্বার্থ বড়। গণতন্ত্র ও নির্বাচনের প্রশ্নে জনগণের মতামত ই চূড়ান্ত।
“কোনো হঠকারী রাজনীতি ও ঘোষনার নির্বাচন নয়, জনগণের অংশ গ্রহণমূলক নির্বাচন ও জনপ্রতিনিধি ই বাংলাদেশের মানুষের কাম্য । বাংলাদেশের জাতি, বর্ণ ধর্ম, পথ ও মত নির্বিশেষে সকল মানুষ কে হত্যা, ঘুম, পেট্রল বোমার হিংস্রতা, সহিংসতা ও সন্ত্রাসের পথ পরিহার করে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সকল গণতান্ত্রিক শক্তি কে ঐক্যবদ্য হওয়ার আহবান জানাই।
রাজনীতিতে পথ, মথ, বিশ্বাস যার যার, বাংলাদেশ হল সবার।
সত্য ও জনতার বিজয় অবশ্যম্বাভী।
জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় হউক বাংলার জনগণের।