কবি নির্মলেন্দু গুণ বরাবরই খেলাপাগল মানুষ। তাই বিশ্বকাপ নিয়েও তার আগ্রহ বরাবরই ব্যাপক। খেলা বিশ্লেষণ করে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
"হল্যান্ড, তোমার চোখের জল আমার চোখে দাও। তিনবার ফাইনালে গিয়েও হল্যান্ড একবারও কাপ জিততে পারেনি। আমি চাই এবার সে জিতুক। বিশ্বকাপ ফুটবলের খেলাগুলোকে মৃত্যুর সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্ধেক হাসি আর অর্ধেক কান্না দিয়ে মোড়া এই বিশ্ব-আয়োজন। একের ভিতরে দুই। হাসি আর কান্না। স্মরণ করতে বলি আমার 'ফুটবলবন্দনা' কবিতার একটি স্তবক।
'...বল যেই স্পর্শ করে গোল পোস্টে পাতা জাল/ কেহ কাঁদে, কেহ হাসে/ কেহ অশ্রুজলে ভাসে/ কেহ হয় বিশ্বজয়ের আনন্দে মাতাল।'
তোমার ও তোমার মেক্সিকান স্ত্রীর জন্য আমার গভীর সমবেদনা। দুঃখ করো না, বাঁচো। খেলা দেখো, আনন্দ করো।"