সাংবাদিকতারও তা হলে রং আছে? কি রঙ? আমরা জানি ঢাকার পত্রিকাগুলো এখন ‘ফোর কালারে’ ছাপা হয়, এর মধ্যে সাংবাদিকতার রঙ কোনটা?
‘হলুদ’- এই রঙটার কথা খুব বেশি উচ্চারিত হয় আজকাল। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী,এমপি তাদের চেলাচামুন্ডা, বিরোধী রাজনীতিক,আমলা এমনকি রাস্তার ভবঘুরে মাস্তানরাও আজকাল এই রঙটার কথা বলে।তারা বলে সাংবাদিকতা নাকি হলুদ রঙের।
আচ্ছা! এই পর্যন্ত নির্দিষ্ট করে কোনো রিপোর্ট নিয়ে কি কেউ কখনো চ্যালেঞ্জ করেছেন? সরকার, কোনো মন্ত্রী? কোনো এমপি? কোনো রাজনীতিক? কোনো রিপোর্টে ভুল তথ্য পরিবেশিত হলে প্রচলিত আইনে প্রতিকারের বিধান আছে,উদ্দেশ্যমূলক ভুল তথ্য পরিবেশনের তো আছেই। কোনো রিপোর্ট নিয়ে কেউ কি চ্যালেঞ্জ করে প্রমান করেছেন- ওই রিপোর্টটিতে উদ্দেশ্য মূলক ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। আছে একটা উদাহরন?
জামাত নেতা সাঈদির যুদ্ধাপরাধ নিয়ে রিপোর্ট করলে জামাতিরা বলে ‘হলুদ সাংবাদিকতা’, তারেক রহমানের দুর্নীতি,হাওয়া ভবন নিয়ে রিপোর্ট হলে বিএনপির লোকরা বলে হলুদ সাংবাদিকতা,সরকারের দুর্নীতি,সরকার সমর্থকদের সন্ত্রাস-লুটপাট নিয়ে রিপোর্ট হলে সেটি তাদের কাছে হয়ে যায় ‘হলুদ সাংবাদিকতা। খালেদা জিয়ার দুর্ব্যবহার,তার শাসনামলের দুর্নীতি,সন্ত্রাস নিয়ে যখন কোনো সাংবাদিক কলম ধরেন, তখন তিনি বিএনপি সমর্থকদের কাছে হয়ে যান ‘চরিত্রহীন’ হলুদ সাংবাদিক। কিন্তু আওয়ামী সমর্থকরা তখন বাহবা দিতে থাকেন। একই সাংবাদিক যখন আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস নিয়ে কলম ধরেন তখনি পরিস্থিতি পাল্টে যায়। আওয়ামী লীগের কাছে তখন তিনি হয়ে যান ‘চরিত্রহীন’ হুরদ সাংবাদিক। বিএনপিওয়ালারা আগের রাগ ভুলে গিয়ে ওই সাংবাদিকের পক্ষে দাড়িয়ে যান।
আসলে সাংবাদিকতার কোনো রঙ নেই। রঙ আমাদের দেখার চোখে। আমরা কখনো হলুদ দেখি, কখনো সবুজ দেখি, কখনো লাল দেখি। রাজনীতিকরা,আমলারা, মন্ত্রীরা তাদের চ্যালাচামুন্ডারা মিডিয়ায় নিজেদের গুনগানই কেবল দেখতে চান, ত্রুটির কথা শুনতে চান না,দেখতে চান না। ওটা হলেই তারা রঙ খুঁজতে ব্যাকুল হয়ে পড়েন।
অন্য দশটার পেশার মতো সাংবাদিকতায়ও অসদাচারন হয়, তার প্রতিকারও হয়।কিন্তু রাস্ট্রের দায়িত্বশীল লোকরা ঢালাওভাবে মিডিয়ার বিরুদ্ধে কথা বলেন, সুনির্দিষ্ট কোনো রিপোর্ট ধরে, প্রমান ধরে ব্যবস্থা নেন না। কারন, তারা জনগনকে দেখাতে চান, মিডিয়া আমাদের দুর্নীতির কথা বলে, তারা নিজেরাও দুর্নীতিবাজ। মিডিয়া আসলে আমাদের খালাতো ভাই। সূত্র: ফেসবুক
[শওগাত আলী সাগর: প্রধান সম্পাদক,নতুনদেশ ডট কম]