বাংলাদেশ টিমের মনোবলে হাতুরির আঘাতটা এবার শব্দ করেই বাজলো। হাথুরুসিংহে প্রমাণ করলেন, নির্বাচক কমিটি বা বোর্ড প্রধান নন; তিনিই বাংলাদেশ ক্রিকেটের সর্বেসর্বা।
বোর্ড প্রধান তার ক্ষমতা দেখিয়ে মুমিনুলকে স্কোয়াডে ঢোকাতে পারলেও একাদশে ঢোকাতে পারেননি। টানা ১১ টেস্ট ফিফটি করা প্রায় ৪৭ গড়ের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল বাইরে থাকে; আর ওয়ানডে স্পেশালিস্ট সৌম্য, সাব্বির, নাসিররা টেস্ট খেলে।
স্পেশালিস্ট ওপেনার ইমরুল কায়েসকে খেলতে হয় ওয়ানডাউনে। মুমিনুলকে ধ্বংস করেছেন, এখন অতিরিক্ত লাই দিয়ে সৌম্যকে ধ্বংস করছেন হাথুরু। বাংলাদেশ ক্রিকেট যেন এই রাবণের কাটাকুটির খেলা।
মাহমুদুল্লাহ প্রসঙ্গ আসলে বলবেন, ভিন্ন ফরম্যাটে ভিন্ন দল, মুমিনুল প্রসঙ্গ আসলে ওয়ানডে খেলোয়াড়দের বেশি সুযোগের দোহাই দেবেন; এটা ডাবল স্ট্যান্ডার্ড। তার সব ষড়যন্ত্র সফল হয়েছে। নিশ্চয়ই এখন হাথুরু শান্তিতে ঘুমাতে পারবেন।
লেখক : সাংবাদিক, কলামিস্ট।