আমার এবারের আমেরিকা ভ্রমণের উদ্দেশ্য 'আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন ২০১৭' উদ্বোধন করা... মূলত বাংলা লোকসংগীত নিয়ে এই অনুষ্ঠান, যার আয়োজক নিউইয়র্কের কিছু লোকসংগীত প্রেমী বাঙালীরা...
আমি অবাক হয়ে জানলাম এই সম্মেলন নাকি প্রায় গত ১৬ বছর ধরেই হচ্ছে..! প্রতিবারের আয়োজনই কোন একজন গুনী লোকসংগীত শিল্পী কিংবা গীতিকবির নামে উৎসর্গ করা হয় (পূর্ববর্তী আয়োজনগুলো রবীন্দ্রনাথ, নজরুল, আব্বাসউদ্দিন এর মত ব্যক্তিত্বদের উৎসর্গ করা হয়েছে)...
এবারের সম্মেলন উৎসর্গ করা হলো হুমায়ূন আহমেদকে... নিজের সিনেমা এবং নাটকে বিরল সব লোকগান ব্যবহার করে বাংলা লোকসংগীতকে শহরকেন্দ্রিক মানুষের কাছে পৌঁছে দেয়া এবং নিজের লেখা অসাধারণ কিছু লোকগান বাংলার মানুষকে উপহার দেয়ার কৃতজ্ঞতা স্বরূপ হুমায়ূন আহমেদকে সম্মান জানানোর এই প্রচেষ্টা...
প্রচেষ্টা, পরিকল্পনা এবং বাস্তবায়ন এই তিন এর মাঝে সমন্বয়ের কিছুটা ব্যবধান থাকলেও আন্তরিকতার অভাব ছিলনা...
বক্তাদের মধ্যে দুই-তিনজন বাংলা লোকসংগীতে হুমায়ূন এর অবদানের কথা খুব গুছিয়ে বলেছেন... প্রবাসী বাঙালী শিল্পীদের কণ্ঠে হুমায়ূন আহমেদের এর গান কিংবা হুমায়ূন সংগীতের সাথে কিশোরী নৃত্যশিল্পীর পরিবেশনা খুব একটা নতুন না হলেও মুগ্ধ হয়েছি আমেরিকান একজন শিল্পীর বাদ্যযন্ত্রে... তিনি ইউটিউব থেকে শুনে শুনে হুমায়ূন আহমেদের প্রিয় একটি গান saxophone এ তুলে ফেলেছেন..!
কি মুশকিল..! ভিনদেশী বাদ্যযন্ত্রেও এই সুর শুনে মনটা কেমন জানি করে...
(লেখিকার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৮ আগস্ট ২০১৭/হিমেল