শুভ সকাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়টা ঠিক উপভোগ করতে পারছি না। চারদিকে সব মন খারাপের গল্প। পূর্ণ বয়সে হলেও আব্দুল জব্বারের মৃত্যু আমাদের বিষন্ন করে। রোহিঙ্গাদের ভয়ার্ত মুখ আমাদের ব্যথিত করে।
আর কিছুতেই মন থেকে সরাতে পারছি না বোন রূপার ছবিটা। এমন স্নিগ্ধ, সংগ্রামী মেয়েটিকে এভাবে মরতে হলো। সমাজ এতটাই নিরাপত্তাহীন আজ?
নয়াদিল্লীতে চলন্ত বাসে নির্ভয়ার ধর্ষণের পর কেঁপে উঠেছিল ভারত। ভারতের তুলনায় বাংলাদেশ দেখি নির্বিকার। রূপার ঘাড় মটকানো লাশ পড়ে থাকে জঙ্গলে। আর আমরা খাচ্ছি-দাচ্ছি, আনন্দ করছি, ঈদের ছুটির মুডে আছি।
নির্ভয়াকাণ্ডে ভারত কেঁপে উঠেছিল, আর আমরা শাহবাগে একটা মানববন্ধনও করতে পারিনি। আমাদের সব বিপ্লব ফেসবুকে। এই নির্বিকারত্ব কি নিশ্চিত করতে পারবে আমাদের সবার নিরাপত্তা? তবুও আজ বেলির শুভ্রতা।
লেখক : সাংবাদিক, কলামিস্ট।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা