শুরুটা 'জী-হুজুর' দিয়ে, কিন্তু পরিচিতি পাই 'পোড়ামন' দিয়ে। বলা চলে এক 'পোড়ামন' দিয়েই সবাই আমাকে চেনে। অনেক বেশী ভালোবাসা,অনেক অনেক আবেগ এই নামটার জন্য!!!
পরিচালনা করেছিলেন, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু-স্যার, প্রডাকশন জাজ মাল্টিমিডিয়া। সাধারণত কেউ না ডাকলে আমি কারো অফিসে যাই না,কিন্তু যখন ফেসবুকে এ দেখলাম 'পোড়ামন-২' বানাবে। তখন নিজ থেকেই গিয়েছিলাম জাজ মাল্টিমিডিয়াতে। দেখা করলাম আজিজ ভাই এর সাথে, জানালাম আমার আবেগের কথা!!!
............না!
আজ আবার ফেসবুকে দেখলাম শুরু হলো 'পোড়ামন-২'। কে অভিনয় করছে জানি না, কিন্তু অনেক অনেক অনেক শুভ কামনা 'পোড়ামন-২' এর সবার জন্য।
(সাইমনের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান