স্ট্যাটাস পড়েই ডুব দেখার চেয়ে বেশি হয়ে গেল। আমাদের সমস্যা হলো আমরা কি চাই সেটা আমাদের অনেকেই জানি না।
ফারুকি ছবি বানাতে পারে না। তাহলে তাকে নিয়ে এত লেখালেখি কেন? ফারুকির কাছে এটা চাই নাই। কি চেয়েছিলেন?
কিছুই পেলাম না? কি পেলে বলতেন অনেক পেলাম?
ঢাকা অ্যাটাককে ভালো বলতে পারলে ডুবকে খারাপ বলতে পারবো না কেন? অবশ্যই পারবেন, তবে দুটা তো এক ঘরানার ছবি না। চটপটি আর ভাত কি এক?
টিকাটুলির মোড় নামের একটা বিশ বছরের পুরোনো গান... আপনার ভালো লাগতেই পারে। আহারে জীবন ভালো নাও লাগতে পারে।
হুমায়ুন আহমেদ এরকম না, সেরকম! ভাই, আপনি তার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন, জানা ছিল না। ফারুকির আগের ছবিগুলাও খারাপ। এত পরে বুঝলেন? ডুব ফ্লপ। সব ছবি হিট কারো নাই। স্পিলবার্গেরও না। তারপরেও চাওয়া পাওয়া ফারুকির কাছেই। তাকে নিয়েই লিখছেন। ছবিতে ইরফান খান, তারপরেও এটা ফারুকির ছবি। বলেন তো শাহরুখ খান, ইরফান খান থাকলে ছবির পরিচালকের নাম আসে কোথাও?
খুব কম। করন জোহর বা ঋতুপর্ণ হলে হয়। গুগল না করে বলেন তো শাকিব খানের শেষ হিট ছবির পরিচালকের নাম? সবাই ফারুকির নাম বলছে। ছবিতে পর্নো মিত্র আর ইরফান থাকার পরেও সবাই ফারুকির নাম বলে। ফারুকির এটাই সাফল্য।
ফারুকির ছবি আরেকজনের মত হবে না, আপনার সেটা ভালো লাগতেই হবে, সেটাও না, তবে আপনি কি চান সেটা স্পষ্ট করে আপনাকেই বলতে হবে। বাকি কথা পরে হবে। ডুব দেখে নেই।
(আব্দুন নূর তুষারের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন