অনেকে আমাকে বলতেছেন, আপনি আর আগের মতো বাজে কথার ছাঁচাছোলা উত্তর দেন না। বেশি বিনয় দেখান।
আমার উত্তর, বয়স হইতেছে রে মনা। অথবা বয়সের আগে পাকছি। ফলে যেই বয়সে মানুষ কম রিঅ্যাক্ট করা শুরু করে, উত্তর দেয়ার প্রয়োজনীয়তা কম বোধ করা শুরু করে, আমি তার আগেই সেই স্টেজে পৌঁছাইয়া গেছি।
বয়স বা অভিজ্ঞতা আপনারে বইলা দিবে, কোন কথা আপনার উত্তর ডিজার্ভ করে আর কোন কথা ডিজার্ভ করে উপেক্ষা।
গুড মর্নিং।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর, ২০১৭/ফারজানা