সুনামগঞ্জের প্রতিবাদী মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর একটানা আড়াই ঘণ্টা আজ অনশন করেছেন। ব্যতিক্রমী বিষয় নিয়ে। তার মেয়ে সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী।
কষ্ট করে জীবিকা নির্বাহকারী এই নীতিবান যোদ্ধা গতকাল তার মেয়েকে জিজ্ঞেস করেছিলেন তার ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে। মেয়ে জানায়, 'খুব খারাপ হয়েছে।' তিনি বলেন, 'মা আমি খেয়ে না খেয়ে তোমার পড়ালেখার খরচ দিচ্ছি, তুমি নিয়মিত কলেজেও ক্লাস করো, পরীক্ষা খারাপ হবে কেন?'
মেয়ে জানায় ইংরেজি আবিশ্যিক বিষয়ে কোনো ক্লাস হয়নি। সামর্থ্য না থাকায় তিনি মেয়েকে প্রাইভেট পড়াতে পারেননি। কলেজে ক্লাস না হওয়ার বিষয়টি তাকে পীড়া দেয়।
এই অনিয়ম নিয়ে তিনি আজ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন করেছেন। বিরল এই বিষয়টি নিয়ে ব্যতিক্রমি অনশন করেছেন। আমাদের ছাত্র সংগঠনগুলো এ থেকে শিক্ষা নিতে পারে।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা