আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত সিনেমা হালদা। সিনেমা মুক্তি পাচ্ছে তৌকির ভাইয়ের, আর টেনশনে সকাল পাঁচটার ঘুম ভাঙ্গে আমার।
ইদানীং আমার এই দশা হয়েছে, ভালো কোনো সিনেমা মুক্তি পেলে ভারী টেনশন হয়। সিনেমাটা দর্শক গ্রহণ করবেতো? অপপ্রচারকারীরা যেন সিনেমার গায়ে একটা আঁচড়ও না দিতে পারে...
সন্ধ্যায় হালদার প্রিমিয়ার শো দেখতে যাবো, আমি নিশ্চিত তৌকির ভাই বিশেষ চমক নিয়ে অপেক্ষা করছেন।
(পুনশ্চ: বয়স বাড়ার সাথে সাথে অভিনয়শিল্পীরা বয়স্ক হয়ে নায়ক নায়িকা পদ থেকে অবসর নেন আর পরিচালকের যতই বয়স বাড়ে ততই সে পরিণত হতে থাকেন)
(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা