সৃজনশীলতা এক প্রকার অসুখ, বাইরে থেকে দেখে যাকে এক নান্দনিক ক্রিয়া বলিয়া ভুল হয়। নানা রঙে ফুটে থাকা ফুল দেখে যেমন ভুল হয় বেশিরভাগ মানুষের।
ভাবি, আহা কীরকম সৃষ্টি সুখের উল্লাসে মেতে বহুরঙা ফুল ফুটিয়ে তৃপ্তিভরে জগত পানে চাহিয়া আছে গাছেরা। কিন্তু আমরা কোনদিন জানতেও পাবো না।
বৃক্ষ হৃদয়ের এক গভীর অসুখের ফলাফল ফুল! বৃক্ষ হৃদয়ের গভীর ক্ষতের নাম ফুল।
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত