আমার জীবন, আমার শোকগাথা!!
ছোটবেলা থেকেই বিষয়টা একটা বিশাল ট্র্যাজেডি!!! বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং দলীয় যে কোনো খেলাতে আমি ও আমার দল কখনোই ফাইনালে বিজয়ী হতে পারেনি!
অদ্ভূত হলেও সত্যি ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত এই ধারা অব্যাহত থেকেছে...যদিও ব্যক্তিগত অর্জন অঢেল ছিল, কিন্তু এই দলীয় সাফল্যের সোনার হরিণের নাগাল আমি চাকুরি জীবনেও এসে পাইনি!! এ এক বিশাল ট্র্যাজেডি......
কিছুদিন আগে গত হওয়া বুনিয়াদী প্রশিক্ষণে বিতর্ক প্রতিযোগিতায় আমার টিম ফাইনালে উঠলো... ভাবলাম বিপদ কেটেছে। কিন্তু বিধির বিধান না যায় খন্ডন! হলুম শ্রেষ্ঠ বক্তা এবং যথারীতি আমার টিম রানার আপ!!!
এতকিছুর অবতারণা করলাম কারণ আজো এক ট্র্যাজেডির সাক্ষী আমি। আমাদের ডিসি ওয়ারী স্যারের উপস্থিতিতে হাড্ডাহাড্ডি লড়াই করে আবারও বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্টে রানার আপ হলো আমার টিম.....!
এ জীবনে আমার আর দলীয় চ্যাম্পিয়ন হওয়া হলো না।
যদিওবা ডিসি স্যার, এডিসি স্যার ও অন্যান্য স্যারদের বিবেচনায় আমি হলাম ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্ণামেন্ট!! সব মিলিয়ে ট্রফি পেলাম ৪টি এবং একটি শুভেচ্ছা স্মারক! কিন্তু আমার চ্যাম্পিয়ন ট্রফি আবারো মিসড!
আমার এই হারানোর পেছনে প্রকৃতির পাশাপাশি আরেকটা বিষয় হলো আমার জ্বলে উঠার দিনে আমার সহযোগীরা কখনোই জ্বলে উঠেনি, উঠতে পারেনি....
তাই আবারও ব্যর্থতার স্বাদ..... দলীয় এই না পাওয়ার বেদনা জীবনে একটা বড় খামতি হয়েই থাকবে....
এটা মনে হয় একটা রেকর্ড, ফাইনালে রানার আপ নিশ্চিত করে রাখা চাট্টিখানি কথা নয়।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ