ষোল কোটি মানুষের এ দেশে বেশ কিছু মানুষরূপী পশু তাদের কুকর্মের মাধ্যমে দেশের স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করে। এমন ব্যক্তির উপস্থিতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সাথে সাথে মানবতাকে করে বিপন্ন। ধিক্কার জানাই এই সকল নরপশুদের।
বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, এর অঙ্গ সংগঠনের কর্মীর সংখ্যা অনেক। বিভিন্ন সময়ে কিছু অমানুষ আহ্নিক গতিতে জড়িয়ে পড়ে এই বৃহৎ রাজনৈতিক দলের প্রক্রিয়ায়। যারা তাদের ন্যাক্কারজনক কর্মকান্ডের মাধ্যমে সমাজকে যেমন কলুষিত করে ঠিক তেমনি দলের ঐতিহ্য ও সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে সাধারণ জনমানুষের মাঝে।
কিন্তু দেশের উন্নয়নের দৃঢ় সংকল্পে যারা উদ্দীপ্ত তাঁরা কখনোই এরকম কার্যক্রমকে প্রশ্রয় দেয়না। দলীয় নিয়মতান্ত্রিকতা ও বাংলাদেশের আইন আদালতের স্বাধীন সুনিপুণ বিচার কার্যক্রমে আওয়ামীলীগের আস্থা অগাধ। আর তাই মানবিকতা, দলীয় আদর্শের বাইয়ে গিয়ে কেউ অপকর্ম করলে আওয়ামীলীগ বা এর অঙ্গ সংগঠন কোনভাবেই কাউকে ছাড় দেয়না।
শরিয়তপুরের নারীর শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদার আটক হয়েছে। ঘটনা প্রকাশের পর ১৯ অক্টোবর তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার এবং ১১ নভেম্বর তার নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করে। আদালত তার সঠিক নিয়মেই দোষী ব্যক্তি বিচার করবে এবং তার সর্বোচ্চ শাস্তি হোক এটাই কামনা।
বিএনপি-জামায়াত এর সাথে আওয়ামীলীগের আদর্শ ও কার্যক্রমের যে বিস্তর ফারাক তা এ ঘটনা থেকেই বোঝা যায়। দোষী যেই হোক না কেন কেউ ছাড় পাবে না, বাংলাদেশ আওয়ামীলীগ আইনের শাসনে বিশ্বাসী
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান