সব কিছু অচেনা লাগছে... কাছের মানুষ আপন মানুষ সব... ২৪ ডিসেম্বর ২০১৭ থেকে ১২ জানুয়ারি ২০১৮ সব স্বপ্ন বিশ্বাসের কবর হয়েছে...
এখন সবাই কত ভালো কথা বলছে, সমবেদনা জানাচ্ছে... কিন্তু আমার ফেরা আর হবে না আমি জানি, কেনো না আমি আর ফিরতে চাই না...
আমার না ফেরাতে মিডিয়ার কোন ক্ষতি হবে না বরং কিছু লোকের লাভ হবে... লকআপের দিনগুলো ভালো ছিলো কারণ তখন জানতাম না মানুষের অমানুষ রূপী রূপ...
অনলাইনের দুনিয়াতে এসে বুঝতে পারছি মানুষ কতটা অমানুষ হতে পারে... সাহায্যের নামে আমার পরিবারকে কু-প্রস্তাব দেয়া... মিথ্যা ভয় দেখিয়ে জীবনের সব আয় ছিনিয়ে নেয়া...
তাই অমানুষের দুনিয়াতে আর থাকতে চাই না... ফিরে যেতে চাই লকাপে... তবে তার আগে আমার সততার প্রমাণ দিতে চাই... অপেক্ষা করছি মালয়েশিয়ান পুলিশের একটা কাগজের জন্য...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/ফারজানা