'মাস্টার মেকার মালেক আফসারী ভাই। বড় হয়েছি উনার ছবি দেখে। 'সোনার তরী'র হাউজ থেকে ছবি নির্মাণে উনার পরে আমার নাম দেখে আমি গর্বিত। কেননা একজন মালেক আফসারী হতে কয়েক জনম সাধনা দরকার।
'সোনার তরী'র চেয়ারম্যান পরীমণির কাছে এবং আফসারী ভাইয়ের কাছে আমি একটা আবদার করতে চাই, আশা করি উনারা আমার আবদারটা রাখবেন।
আমি আফসারী ভাইয়ের ছবিতে আমার পুরো টিম নিয়ে সহকারী হিসেবে কাজ করতে চাই। আমার টিমসহ চাই কারণ ওরা শিখুক ফিল্ম কি। আমি শিখতে চাই কারণ উনার কাছে আমি নগণ্য।
আর আফসারী ভাইয়ের অনুজ হিসেবে আমার দাবি থাকবে আমার 'ক্ষত'তে আপনি সম্ভব হলে উপস্থিত থেকে আমার ভুল-ত্রুটি শুধরে দিবেন। আর ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে না পারলে যে কোনো পরামর্শ অন্তত আমায় দিবেন।
(বি.দ্র. এফিডিসি-তে আমি যেদিন আমার প্রথম ফিল্ম এন্ট্রি করি সেদিন আপনাকে দেখে আপনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছিলাম। প্লিজ সেই দোয়াটা সবসময় রাখবেন আমার প্রতি। আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়)
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৮/এনায়েত করিম