'স্বপ্নজাল' দিয়ে ১০ বছর পর নির্মাতা হিসেবে বড় পর্দায় ফিরিছেন গিয়াস উদ্দিন সেলিম। তার প্রথম ছবি 'মনপুরা' বেশ আলোচিত হয়েছিল যাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। পরিচালকের দ্বিতীয় ছবি 'স্বপ্নজাল'এ মুগ্ধ চঞ্চল। সবাইকে ছবিটি দেখার আহ্বান জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন:
যারা ভালো সিনেমা দেখতে চান, 'স্বপ্নজাল' দেখুন... মনপুরা'র পর গিয়াস উদ্দিন সেলিম এর 'স্বপ্নজাল'...
আপনারা হলে এসে টিকেট কেটে সিনেমা দেখলেই, আর একটা 'মনপুরা' বা আর একটা 'স্বপ্নজাল' তৈরি হবে...
'স্বপ্নজাল' এর সবাইকে শুভকামনা... কার কথা বলবো? বিশেষ করে ফজলুর রহমান বাবু... ধরা ছোঁয়ার বাইরে...
অসাধারণ...
বাংলা সিনেমার জয় হোক.....
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৮ এপ্রিল, ২০১৮/ফারজানা