অদ্ভুত মৃত্যুপুরী থেকে ফিরে আসলাম... সকাল ৭.২০ মিনিটে কলকাতা থেকে জেট এয়ার রওনা করে। ৩০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা। ৮ টায় (কলকাতা সময়) ঢাকার আকাশের কালো মেঘের সাথে তীব্র ধাক্কা খেতে লাগলো বিমানটি।
আশপাশ থেকে মানুষের দোয়া দুরুদ, আল্লাহ, আল্লাহ, চিৎকার আমাকে ক্রমশ কাবু করে ফেলে। শরীর নিঃস্তেজ হয়ে আসে।
এর পর যখন সেন্স আসে, তখন দেখি মানুষ আমারসহ অনেকের মুখে পানি দিচ্ছে,আর শুনছি আমরা ঢাকা থেকে ১২০ কি:মি দূরে অপেক্ষা করছি, ঝড় থামার।
৩০ মিনিটের জার্নি ২ ঘণ্টা ১০ মিনিটে পৌঁছালো। তখনো আমরা আকাশে! সকাল ৯টা ৫০ এ ঘোষণা আসে,
আমাদের জরুরি অবতরণ করতে হয়েছে।
সম্ভবত, জ্বালানি শেষের পথে তাই হয়তো বা...! সকাল ১০টায় ভয়ানক মেঘের মধ্যে দিয়ে ঢুকে হাজারো ঝাঁকুনি সহ্য করে আমাদের নিরাপদে অবতরণ করান পাইলট। সবাই কিছুক্ষণ চুপ থাকার পর, করতালি দিল পাইলটকে উদ্দেশ্য করে। এ যেন এক, ফিরে আসার গল্প।
ধন্যবাদ, জেট এয়ারওয়েজ, ধন্যবাদ পাইলট, তোমাদের দক্ষতায় আমরা নিরাপদে বাড়ি ফিরেছি...!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৮/ফারজানা