আমি নীরব, নিথর, নিস্তব্ধ! আমার ভাষা নেই, আমি সুখে নেই! আমার ছেলে দি আগা খান স্কুলে দশম শ্রেণীতে পড়ে। সে জানতে চায় আমি তাকে মিছিলে যেতে দিবো না কি-না, তার বন্ধুরা গিয়েছে! সে তার মা-কে বলেছে, তুমি যেতে দিবে না জানি, তবে আমার বাবা আমাকে যেতে দিবে! গভীর বিশ্বাস নিয়ে তার হতভাগ্য বাবার কাছে মিছিলে যাওয়ার অনুমতি মিলবে কি-না জানতে চায় সে! আমি নিরব, নিথর, নিস্তব্ধ!
রাস্তায় বসে থাকা ছাত্রদের ভাষা বুঝবো বলে বেরিয়েছিলাম, আজ তারা খুব খুশি, স্কুল বন্ধ, নিশ্চিন্তে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ীর ফিটনেস পরীক্ষা করতে পারছে! আমার স্ত্রীও খুব খুশী, আজ আমি কর্মবিরতি পালন করছি, স্ত্রীকে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, দু'জনে রাস্তায় দাঁড়িয়ে ডাবের পানিও পান করেছি। রাস্তায় বসে থাকা বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের কিছু ছবি তুললাম, একটি মেয়ের হাতে প্ল্যাকার্ডের স্লোগানটি আমাকে আরো নিস্তব্ধ করে দিল।
লিখা-
"যদি তুমি ভয় পাও
তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও
তবে তুমিই বাংলাদেশ"
এবার আসি ক্যান আজ আমি কর্মবিরতি পালন করছি! গতকাল ঘঁড়ির কাটা তখন পাঁচটা পনেরর ঘরে, এ্যালিফ্যান্ট রোডের দিকে কাঁটাবন মোড় পার হচ্ছি, ৭/৮ জন যুবক আমার গাড়ি থামিয়ে দিল, গাড়ীর কাগজপত্র পরীক্ষা করবে এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখবে! আমার সাথে তখন মহামান্য হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নী জেনারেল ড. শহিদুল ইসলাম, বিজ্ঞ আইনজীবী সন্জয় কুমার কুন্ডু, বিজ্ঞ আইনজীবী অমিত রায়। উনারা কেউ গাড়ী আনেন নাই, উনাদের একজনকে ধানমন্ডি ৭নং, আরেকজনকে ৮/এ, অপর জনকে ১২/এ নামাতে হবে।
গাড়ী থামাতেই শহীদ সাহেব তার মোবাইলে একটি পত্রিকার খবর দেখিয়ে বলছেন, "এই দ্যাখো, আমি তোমাদের পক্ষের লোক, নিরাপদ সড়ক নিয়ে আমি লিখেছি, পত্রিকাটিতে আমার লিখা ছাপা হয়েছে!" শহীদ সাহেবের আকুতিতে গাড়ীর কাগজ দেখানোর সুযোগ থেকে বঞ্চিত হলাম।
একটু পরই আমার ফেইসবুক ম্যাসেন্জারে একজন একটা ভিডিও পাঠালেন, বাণিজ্যমন্ত্রীর গাড়ী আটকিয়েছে, তিনি রং সাইডে গাড়ী নিয়ে যাচ্ছিলেন। আমার মেজাজটা গরম হয়ে গেল, তোফায়েল আহমদ উল্টো পথে গাড়ী চালাবেন ক্যান? তিনি আইন অমান্য করবেন ক্যান? অন্যদিকে শাহজাহান খান হাসবেন ক্যান? জননেত্রী শেখ হাসিনা জীবন উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন, আর আমরা কেউ কেউ নেত্রীর সকল অর্জনে কালিমা লেপন করবো! মেজাজটা ঠান্ডা রাখতে ভাবছি আজ কর্মবিরতি পালন করবো! সবাই ভালো থাকুন! কঠিন পরীক্ষার মুখোমুখি আমরা! সবাই মিলে একটি সুন্দর কল্যাণকর রাষ্ট্রের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন! আমরা এই মাটির সন্তান, প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় বাংলাদেশ!!
লেখক- অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ ই-জাহান