দীর্ঘ দুই মাস গ্রীষ্মের ছুটি শেষে নিউইয়র্কের স্কুলগুলোয় আগামীকাল থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। এই দুইমাস প্রায় সব বাবা-মা’ই সাধ্যমত সন্তানদের এখানে ওখানে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেননা বছরের বাকি দশ মাস লেখাপড়া নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় কাটে তাঁদের। এবার দেশে, বিদেশে বেড়িয়েও যেন শেষ হয় না আমাদের বেড়ানো।
এ সপ্তাহে ছিল শেষ উইকএন্ড। যেন বেড়ানোর শেষ সুযোগ। অর্থাৎ অনেকটা ঈদের শেষ মূহূর্তের কেনাকাটার মতোই। গিয়েছিলাম শহর থেকে দূরে, সবুজের কাছে, জলের ধারে। বন্ধুদের বিশাল বহর, বিশাল আয়োজন। শিশুরা দিনভর ছুটোছুটি খেলেছে সবুজ ঘাসের মাঠে। প্রাচীন সব বৃক্ষের নীচে বসে সকলে একসাথে দুপুরের খাবার খেয়েছে। লেকের স্বচ্ছ জলে পরিবারগুলো অনেকটা সময় আপনমনে নৌকায় ভেসে বেড়িয়েছে সূর্য হেলে পড়ার সময়ে। অতপর গোধূলি বেলায় আয়েশ করে বৈকালিক নাস্তা আর ধোঁয়া উঠা চা, সেইসাথে আড্ডা। বাড়ি ফিরেছি বেশ রাত করে।
জীবন সুন্দর। তাঁর চেয়েও সুন্দর বাংলা সিনেমার মতো করে বাতাসে দোপাট্টা উড়িয়ে মাঝ লেকে গলা ছেড়ে গান গাওয়া। নাটক কিংবা সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি, তাই না ?
রিমি রুম্মান
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ ওয়াসিফ