পেয়েছিলাম ১২ দিনের বিদেশ গমন ছুটি! চোখে একরাশ স্বপ্ন নিয়া ভ্রমণ পিপাসু আমার এই মন নাচিয়া উঠিতেছিল বারংবার....কিন্তু স্বপ্নে আমার পড়িয়া যায় ছেদ!
স্থায়ী ও প্রয়োজনীয় কাগজাদিসহ আমাকে পুনরায় আপিল করিতে বলা হইলে, সময়ের অভাবে আমার পক্ষে তাহা আর সম্ভবপর হইয়া উঠিল না! এই একখানা অতি আকাঙ্খিত ছুটি কাটাইবো বলিয়া গত ১.৫ বছরে ছুটি কাটাইয়েছিলুম মাত্র ০৫ দিন!!
অবশেষে বুকভাঙা কষ্ট নিয়া পরিবারকে একটু সময় দেবার নিমিত্তে দেশজ ০৫ দিনের সাধারণ ছুটি গ্রহণ করি! যাহার মধ্যে (০১ দিন- রাত) দাফতরিক কাজের ব্যস্ততায় অফিসেই শেষ হইয়া যায়!
অবশিষ্ট রহিয়াছে মাত্র চারটে (০৪) দিন! এই চারটে দিন আমার পরিবারের! সময় চাহিয়া আমার কন্যা ও আমাদিগকে বিব্রত করিবেন না...!
আহা স্বপ্নের বহিঃ গমন ছুটি,
আমি চাহিয়াছি,
তুমি চলিয়া গেলে দিয়া মোরে ফাঁকি...।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন