কেন দর্শক হলে যাবে.....এই যুগে ঢাকা শহরের একটি সিনেমা হলের চিত্র এটি। তাহলে ঢাকার বাইরের হলের কি অবস্থা বুঝেন.....সিট যে শুধু ভাঙা তাই নয়, মাঝে মাঝে মাঝখানের সিটই নাই....
আজ থেকে ২০/২৫ আগেও কোটিপতি ছাড়া যেখানে ল্যান্ডফোন কেউ ব্যবহার করেনি সেখানে এখন সাধারণ মানুষের হাতে আইফোন.....
কিন্তু ৪৫/৫০ বছরের হলের কোনও সংস্কার হয়নি....
ঢাকায় এবং ঢাকার বাইরে কিছু হল ছাড়া বাকি সবগুলোর অবস্থাই এ রকম.....
তাহলে কেন দর্শক টাকা খরচ করে সিনেমা দেখতে আসবে.....
এসব কারণে দর্শক কমে যাওয়ার যে ক্ষতি এই ক্ষতি প্রযোজক হল মালিকসহ পুরো সিনেমা ইন্ডাস্ট্রির....
এই সমস্যার সমাধান না হলে জীবনেও সিনেমার উন্নতি হবে না.....
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/আরাফাত