হাসপাতালে চাকরি করতে করতে নার্স ও ডাক্তার হয়ে যায়। তার মানে এই নয় আপনি তার হাতে হার্ট অপারেশন করাবেন।
মিডিয়াতে সেলফি তুলতে তুলতে অনেকে'ই মিডিয়ার একজন হয়ে যায়। তার মানে এই নয় তার কথায় ঘর সংসার ছেড়ে অভিনয় জগতে ঝাঁপ দিবেন!!! কি পাবেন? একদিন তো নিজেকে আবিষ্কার করবেন, না ঘার-কা না ঘাট-কা।
(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত