এক বছরের দুধের শিশু হঠাৎ পড়ে যায় রেললাইনে। সঙ্গে সঙ্গে তার উপর দিয়ে চলে যায় ট্রেন। এরপরও বেঁচে যায় শিশুটি। সম্প্রতি এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে। আর এই ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভিতে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, মায়ের কোলে ছিল একবছরের ওই শিশুটি। কিন্তু ট্রেনে ওঠার সময় স্ত্রীকে ভুলবশত ধাক্কা দিয়ে ফেলেন স্বামী। আর তখন হাত ফসকে রেললাইনে পড়ে যায় শিশু কন্যাটি। ঠিক তারপরই সেই লাইনের উপর দিয়েই ছুটে আসে ট্রেন। দুশ্চিন্তায় তখন মুখ ফ্যাকাসে হয়ে যায় মায়ের। স্টেশনে উপস্থিত অন্যান্য যাত্রীদেরও মাথায় হাত। ট্রেনের নিচেই পিষে গিয়ে হয়তো শেষ হতে যাচ্ছে বাচ্চার জীবন! এমন ভাবনা গ্রাস করেছে শিশুর বাবাকেও। নিজেকে ভীষণ অপরাধী মনে হতে থাকে তাঁর।
কিন্তু স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যেতেই সত্যিটা সামনে আসে। দুটি লাইনের অক্ষত দেখা যায় শিশুটিকে। আর এক মুহূর্ত দেরি না করে রেললাইনে নেমে সন্তানকে কোলে তুলে নেন বাবা। তবে মানুষের ভিড় দেখে কাঁদতে শুরু করে শিশু।
সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল