আমি এবং আমার পরিবার গানের ভেতর ডুবে থাকা সাধারন মানুষ। আব্বা গানের পাশাপাশি, গানের কথা লিখতেন, সুর করতেন। আমার ভাই সবার প্রিয় পঞ্চম সেই ধারাবাহিকতায় সুর করে, সেই ছোটবেলা থেকে।
আমি সেই ধারাবাহিকতায় চেষ্টা করছি। কিছু গান সুর করেছি আগেও। তবে আজ আমার মহাখুশির দিন! কারণ আমার এবং সবারই প্রিয় কণ্ঠের অধিকারী আমার বোন, সামিনা চৌধুরী গাইলো আমার সুরে প্রথমবারের মতো গান। তাও আবার দেশের গান!
আমি খুবই আনন্দিত, কারন সামিনা আপনাদের মতো আমারও প্রিয় শিল্পী। আমাদের জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কাজ করতে পারি। গান রেকডিং শেষ মিক্সিং বাকি। ১১টি দেশের গান সুর করছি। গাইছে ১১ জন শিল্পী।
দেশের গানে প্রান, মমতা এবং অহংবোধ খুবই দরকার। তাই সেই রকম মমতামাখা ভালোবাসায় সুর করতে হয়, যা খুব কঠিন। আমি চেষ্টা করেছি মাত্র। আশা করি প্রত্যেকটা গান আপনাদের ভালো লাগবে।
(ফাহমিদা নবীর ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা