সব সমিতে'কে বলছি। ভেতরে যাই থাকুক বাইরের প্রকাশ ভালো হতে হবে আমাদের। বোম্বে সিনেমা ইন্ডাস্ট্রিতে কি হিংসা নাই? আছে... আছে। তবুও তাদের প্রেজেন্টেশন দেখুন কতো সুন্দর। টিভি চ্যানেলগুলো সিনেমাকে মাথায় তুলে রাখে।
যে শ্রদ্ধা নিতে পারে না, সেইটা তার সমস্যা। আমি দিতে অসুবিধা কি? বিবাদ হতেই পারে। বিবাদ নিয়ে রাজনীতি করা ঠিক না।
বাংলা সিনেমার খারাপ সময় পার করতে হলে সবাই এক হয়ে কাজে নামতে হবে। কাজে নামা মানে মন্ত্রীর সাথে সেলফি তোলা না।
নিজেরা এফডিসি'তে এক হয়ে এক সাথে আড্ডা দিতে হবে। পৃথিবীর সব সিনেমার জন্ম আড্ডা থেকেই।
আর এই আড্ডায় শাকিব খান থাকলে আমরা মিডিয়ার সাপোর্ট পাবো ১০০%। মিডিয়া স্টার খোঁজে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা