হ্যালো ফেসবুক ওয়ার্ল্ড
আমার সকল ফেসবুক ফলোয়ার , ফ্যান এবং শুভাকাঙ্ক্ষী
যারা #স্বপ্নজাল রিলিজের পর দীর্ঘ একটা সময় ধরে অপেক্ষায় ছিলেন আমার নতুন ছবির জন্যে, তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
আর মাত্র ৭ দিন
আগামী শুক্রবার ৮ ফেব্রুয়ারি সারাদেশে মহাসমারোহে মুক্তি পাবে #আমার_প্রেম_আমার_প্রিয়া ছবিটা।
যদিও ছবিটার রিলিজ ডেট দুইবার করে পিছিয়েছিল,
যদিও ছবিটা আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকের,
যদিও এর মাঝে পার করেছি ৪ টা বছর...
যদিও শেষ স্বপ্নজাল ছুঁয়েছে সবার হৃদয়,
যদিও এখনো আমি জড়িয়ে আছি সেই শুভ্রাতেই...
তবুও, এই ছবি আমার কাছে একদমই নতুন
একদমই টাটকা
আমার মনে হয় আপনাদের কাছেও তাই মনে হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল
বাকি অনেক কিছু পরের শুক্রবার বলবো টাটা...
হ্যাপি ফ্রাইডে
(পরীমণির ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা