সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হুমকি দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা হাসপাতালের বাইরে এসে কর্মবিরতি পালন করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তারা কাজে যোগ দেন।
জানা গেছে, বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেনের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী চিকিৎসা নিতে গিয়ে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। সারোয়ার ধারালো অস্ত্র দেখিয়ে ডা. নাজিফা আনজুম নিশাত নামের একজন শিক্ষানবিশ চিকিৎসককে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেন।
উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তারা সন্ত্রাসীর মতো আচরণ করেছেন। আমরা তো তা করতে পারি না। চিকিৎসাসেবাও বন্ধ রাখতে পারি না। এটা মেনে নিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে।
https://www.facebook.com/watch/?v=321785081838463
বিডি প্রতিদিন/ফারজানা