সবাই বলে আমি খুব ভাগ্যবান কারণ আমার কাছে আত্তি ফারহানা হামিদ (আত্তি) আছে...
তুই একটা কনফেস বক্স, তুই পৃথিবীটাকে ইতিবাচকভাবে দেখাতে শেখানো মানুষ...
আমি বিশ্বাস করি তুই আমার জীবনের মিরাকল...
আমি তোর বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখি না... তবুও জগতের সবাই যখন হাত ছেড়েছিলো তখন শুধু তুই আমাকে তোর বুকে আগলে রেখেছিলি...
আমাকে হাত ধরে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া... অনেক ভিড়ে মাথা উঁচু করে হাঁটতে শেখানো... সবটাই পেরেছি তোর জন্য...
অনেক ধন্যবাদ আত্তি, আমার জীবনে তুই থাকার জন্যে.... আমি আসলেই অনেক ভাগ্যবান আমার কাছে আত্তি আছে শুভ জন্মদিন আমার মিরাকল
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা