বাংলাদেশের বাইরে আমি একটি শপিং মলে ঘুরছিলাম। হঠাৎ এক পুরুষ দম্পতিকে হাত ধরে ঘুরতে দেখলাম ঠিক যেভাবে আমি আমার স্বামীর হাত ধরি।
সেই দম্পতিকে দেখতে খুব মিষ্টি লাগছিল কিন্তু শুরুতে আমি ধাক্কার মতো খেয়েছিলাম যেহেতু আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে আমি দৃষ্টি সরিয়ে নিলাম কারণ আমি সেই দম্পতিকে বিব্রত করতে চাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এভাবে তাদের দিকে তাকানোটা শোভনও নয়।
এর মাধ্যমে আমার এ উপলব্ধি হল যে আমাদের প্রগতিশীল মনের দরকার নেই এসব বিষয় গ্রহণের জন্য। শুধু একটা বিষয়ই আমাদের দরকার তা হল বিবেচনাবোধ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা