আজ বিশ্ব মা দিবস। মা দিবসে মায়েদেরকেই সবচেয়ে দক্ষ অলরাউন্ডার বলে আখ্যা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
বিশ্বসেরা এই অলরাউন্ডার ফেসবুকে লিখেছেন, আমাদের সবার পরিবারের সবদিক ঠিকঠাক রাখতে মায়ের ভূমিকাই সবচেয়ে বেশি। ঘরে কিংবা বাইরে, মায়েরা দুই জায়গাতেই আমাদের সামলে রাখেন পরম মমতায়।
যত্ন ও ভালোবাসার সাথে সংসারে স্বচ্ছলতা আনায় তাদের অবদানও অপরিসীম। পৃথিবীর সবচেয়ে দক্ষ অলরাউন্ডার আমাদের এই মায়েরাই।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা