প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে ১৯ জনের পদ শূন্য করা হয়েছে তারা আসলে কারা?
ফেসবুকে দেখা যাচ্ছে মোটামুটি সবাই ভাইদের ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন। বিশেষ করে যারা একটু বেশিই বিতর্কিত ছিলো তাদের অভিনন্দনটা ঘটা করেই হচ্ছে। এই ধরেন এলাকায় ঢুকেই ফুলের মালা পড়ে খুশির ঠ্যালায় একটু হালকা নাচানাচি।
আর যারা আসলেই যোগ্য তাদের মন থেকে সম্মান করি।
তাহলে এই ১৯ জন কারা?
বলতে দ্বিধাবোধ কেন এতো!
কি রহস্য!
আর যদি মানবিক দিকটাই আসে যে নাম বললে ভেঙে পড়বে; পরিবার জানলে সমস্যায় পড়বে তাহলে আমার বেলায় কেনো তার বিপরীতটা হয়েছিলো (যখন বহিষ্কার করা হয়েছিলো) !
মনে রাখবেন ছাত্রলীগ আমদের একটি পরিবার। দয়া করে এই পরিবারটির মধ্যে ভাঙণ ধরাবেন না।
সূক্ষ সুবিচারের অপেক্ষায়...
লেখক: সহ-সভাপতি, প্রভাতফেরী, টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা