এই মধ্যরাতে আমার বউয়ের পিৎজা খাওয়ার শখ হয়েছে। তাই না ঘুমিয়ে পিৎজা অর্ডার করলাম অনলাইনে।
'চিজ' নামক পিৎজা সরবরাহকারী প্রতিষ্ঠানের ভদ্রলোককে আমি বললাম আপনাদের বেস্ট ওয়ানটা সাজেস্ট করেন।
ভদ্রলোক প্রত্যুত্তরে বললেন, স্যার একটা আছে 'সিম্পলের মধ্যে গর্জিয়াস' এই মধ্যরাতে 'হো হো হো'
করে হেসে বললাম, দিন ওটাই দিন।
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আরাফাত